মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে ৫টি ডকইয়ার্ড, ১টি দোতলা ভবন, ড্রেজারের পাইপ, কাঁচাপাকা ঘরসহ ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।
(১৭ জুন) বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া থেকে কাজীপাড়া পর্যন্ত এবং রূপগঞ্জ সদর ইউনিয়ন এলাকায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এছাড়া নদী তীরের কয়েকটি স্পটে সীমানা পিলার স্থাপনে আগে বাধা প্রদান করায় সেগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে স্থাপন করা হয়। বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন রাংসা এর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চলে।
বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল বলেন, বৃহস্পতিবার দিনব্যাপী অভিযানে রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীর ভূমি দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ৫টি ডকইয়ার্ড, দোতলা ভবন ১টি, কয়েকটি ড্রেজারের পাইপ, আধা কাঁচাপাকা টিনের ঘরসহ সর্বমোট ৩৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়। নদীর দুই পাশে অবৈধভাবে গড়ে উঠা সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।