শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৩৩ পূর্বাহ্ন

ফতুল্লায় মারামারি ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক :- ফতুল্লার পাগলা নয়মাটিতে মারামারির ঘটনায় আহত তানভীরের বড় ভাই আফজাল হোসেনের দায়ের করা অভিযোগটি বৃহস্পতিবার রাতে মামলা হিসেবে গ্রহন করেছে পুলিশ।

দায়ের করা মামলায় আসামীরা হলো ফতুল্লা থানার পাগলা নাক কাটার বাড়ির আঙ্গুল হালিম মিয়ার বাড়ির ভাড়াটিয়া ইদ্রিসের পু্ত্র জুয়েল শেখ(৩২), একই এলাকার মোঃ পারভেজ (২৯), মোঃ সালাম (২২), মোঃ রাব্বি (১৯), রাতুল (২০), আলিফ (২২) সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন।

বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, চলতি মাসের ১৪ তারিখ দুপুর তিনটার দিকে বাদীর ছোট ভাই তানভীর কে আসামী সালাম মোবাইল ফোনে বাসা থেকে ফতুল্লা থানার পাগলা নয়ামাটি ভাবির বাজার পপুলার ভুল সংলগ্ন চার রাস্তার মোড়ে ডেকে নিয়ে যায়।এ সময় তার ভাইয়ের বন্ধু দূর্জয় ও সাথে যায়।

সেখানে যাওয়া মাত্র পূর্ব পরিকল্পনানুযায়ী জুয়েল শেখ, মোঃ পারভেজ সালাম, মোঃ রাব্বি , রাতুল, আলিফ সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন সন্ত্রাসী দেশীয় তৈরী ধারালো অস্ত্র দিয়ে তার ছোট ভাই তানভীর ও সাথে থাকা বন্ধু দূর্জয় কে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

এ সময় হামলাকারীরা তানভীরের গলায় থাকা আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন জোর পূর্বক ছিনাইয়া নেয় এবং দুর্জয়ের পকেটে থাকা নগদ দশ হাজার টাকা নিয়ে যায়। আহত তানভীর ও দূর্জয় আত্নরক্ষার্থে ডাক চিৎকার করলে স্থানীয়বাসী ও পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।পরে লোকমুখে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে আহত তানভীর ও দূর্জয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান,অভিযুক্ত আসামীদের গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।

উল্লেখ্য যে,রোববার রাতে একদল ছিনতাইকারী পাগলা থেকে একটি অটোরিক্সা ভাড়া নিয়ে নন্দলালপুরস্থ রেললাইন সংলগ্ন প্রাপ্তি সিটি হাউজিংয়ের সামনে গিয়ে ধারালো ছুরির ভয় দেখিয়ে এবং মারধর করে ইজিবাইক চালকের নিকট থেকে নগদ অর্থ সহ মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ নিয়ে থানায় অভিযোগের পাশাপাশি সোমবার দুপুরে নয়ামটি ভাবীর বাজারে শালিসী হওয়ার কথা ছিলো।দুপুর একটার দিকে উভয় গ্রুপের লোকজন বসার প্রস্তুতি নিলে পূর্ব থেকে প্রস্তুতি নেয়া অভিযুক্ত আসামীরা দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে শালিসীতে আগত ইজিবাইক চালকের পক্ষ নেয়া তানভীর,দূর্জয়ের উপর হামলা চালায়।এ সময় হামলাকারীরা কুপিয়ে রক্তাক্ত জখম করে তানভীর ও দূর্জয় কে।পরে আহত তানভীর ও দূর্জয় গ্রুপের সাথে অভিযুক্ত আসামীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।এ সময় স্থানীয় বাসী ও ব্যবসায়ীদের মাঝে আতংক ছড়িয়ে পরে।স্থানীয় দোকানীরা দোকান পাট বন্ধ করে নিরাপদ আশ্রয় স্থলে চলে যায়।ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটমাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD