শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন

ফতুল্লায় কুপিয়ে হত্যা করার চেস্টার ঘটনার ছয় মাস পর মামলা নিলো পুলিশ।

 

নিজস্ব প্রতিবেদক :- পূর্ব শত্রুতার জের ধরে ফতুল্লার শিয়াচরে আক্তার (২১) নামক এক যুবক কে কুপিয়ে হত্যা করার চেস্টার ঘটনার ছয় মাস পর মামলা নিলো পুলিশ।আহত আক্তার হোসেন ফতুলা থানার শিয়াচর বিল্লালের বাড়ীর বাড়াটিয়া কালামের পুত্র।

২০২০ সালের ডিসেম্বর মাসের ১৮ তারিখে ঘটনা ঘটলেও ছয় মাস পর শনিবার( ১৯জুন) তারিখ তা মামলা হিসেবে রেকর্ড করে পুলিশ।

মামলার বাদী আক্তার হোসেন জানায়,পূর্ব শত্রুতার জের ধরে গত ডিসেম্বর মাসের ১৮ তারিখ বিকেলে ফতুল্লার শিয়াচর শারজাহান রোলিং মিলস
রেল লাইনস্থ সম্বু বাড়ীর সামনে তাকে একা পেয়ে একই এলাকার চিন্থিত মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীরের পুত্র রনি ওরফে ডিব্বা রনি(১৯),রনির মা হেনা(৩৭),বাবা জাহাঙ্গীর (৪২) ও বড় ভাই জাহিদ(২৪) দেশীয় ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে তার উপর হামলা চালায়।এ সময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে মৃত ভেবে রাস্তার উপর ফেলে রেখে চলে যায়।তার পরিবারের সদস্যরা হামলার ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আশংকাজনকবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়।ঘটনার পরপর তার পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।লক্ষাধিক টাকারও বেশী ব্যয় করে চিকিৎসা শেষে বাসায় ফিরে এলে ও এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি তিনি।বাসায় ফিরে আসার সংবাদ পেয়ে
হামলাকারীরা পুনরায় তাকে হত্যা করার হুমকী প্রদান করে আসছিলো।এ অবস্থায় থানা থেকে তাকে সংবাদ দিলে তিনি থানায় গিয়ে ওসিকে বিস্তারিত ঘটনা জানান।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, লোক মুখে জানতে পারেন যে, সন্ত্রাসী হামলায় হত্যার চেস্টার ঘটনাটি ইতিপূর্বে মামলা হিসেবে গ্রহন করেনি পুলিশ। তিনি তা জানতে পেরে ভুক্তভোগীর পরিবারকে ডেকে এনে বিস্তারিত শুনে তাদের লিখিত অভিযোগটি মামলা হিসেবে গ্রহন করেছেন এবং আসামীদেরকে গ্রেফতারের চেস্টা পরা হচ্ছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD