মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ অপরাহ্ন
ফতুল্লা থানার শির্ষস্থানীয় দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার শিবু মার্কেট এলাকার আবুলের ভাড়াটিয়া মৃত সদজ্জা মিয়ার স্ত্রী শাহানাজ বেগম ওরফে চাচি(৫০) ও শারজাহান রোলিং মিলস এলাকার ফাহিমের স্ত্রী মাদক সম্রাজ্ঞী লাকি আক্তার শিরিন(৪৫)।
রোববার(২০জুন) সকালে তাদেরকে ফতুল্লা মডেল থানার চাঁনমারী বস্তি এলাকা থেকে তাদের কে গ্রেফতার করা হয়।এ সময় তাদের নিকট থেকে এক কেজি গাজাঁ উদ্ধার করে পুলিশ।
থানা পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে নয়টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর সঙ্গীয় ফোর্স সহ ফতুল্লা মডেল থানাধীন চাঁনমারী বস্তিস্থ আমির হোসেন এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ফতুল্লা থানার শির্ষস্থানীয় দুই নারী মাদক ব্যবসায়ী শাহানাজ বেগম ওরফে চাচি ও লাকি আক্তার শিরিনকে গ্রেফতার করে।এ সময় তাদের নিকট থেকে এক কেজি গাজাঁ উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (আইনের ৩৬ (১) এর ১৯(ক) ধারায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে বলে জানায় পুলিশ।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর জানায়,গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে অর্ধ ডজনেরও বেশী মাদক মামলা রয়েছে।