শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ন

সাংবাদিকরা আমাদের প্রতিপক্ষ না, সাংবাদিকরা আমাদের বন্ধু, মাহাবুব আলম সিকদার

সাংবাদিকরা আমাদের প্রতিপক্ষ নয় সাংবাদিকরা আমাদের বন্ধু এমন মন্তব্য করে পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির যুগ্ম সম্পাদক মাহাবুব আলম সিকদার বলেছেন, গত (২২ জুন) মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সাথে পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ ও পাগলা বাজার ব্যবসায়ী দের সাথে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমি এই ঘটনার দুঃখ প্রকাশ করছি।

সাংবাদিকরা আমাদের প্রতিপক্ষ নয় সাংবাদিকরা আমাদের বন্ধু সাংবাদিকরা হল জাতির বিবেক। আমি তাদেরকে সব সময় সম্মান করি এবং শ্রদ্ধা করি। সাংবাদিকদের সাথে আমাদের কখনো দ্বন্দ্ব ছিল না আর ভবিষ্যতেও থাকবে না। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পিছনে হয়তো একটি পক্ষ কাজ করেছে। তাদের ফাঁদে পা না দিয়ে সাংবাদিকরা সঠিক তথ্য তুলে ধরবে সেটাই আমি কামনা করছি।

মাহবুব আলম সিকদার আরো বলেন, মহামারী করোনা কালীন সময়ে পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির পক্ষ থেকে যেকোনো কাজ করেছি সাংবাদিকরা আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহিত করেছেন। তাদের পত্রিকার মাধ্যমে আমাদের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেছেন।

লকডাউন এর সময় সরকারের নির্দেশনা অনুযায়ী দোকানপাট বন্ধ রাখার চেষ্টা করেছি। কিন্তু অনেকেই খোলার চেষ্টা করেছে আমরা তাদেরকে বাধা দিয়েছি। এখানে আমাদের পাগলা বাজার বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি হাজী টেনু গাজী রয়েছেন তিনি দেখেছেন লকডাউনের সময় যথাসাধ্য চেষ্টা করেছি মার্কেট বন্ধ রাখার জন্য। এবং সরকারের দেওয়া ঘোষণা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার জন্য সকল দোকান দারকে অবগত করেছি।

তিনি বলেন, আমরা সরকারের প্রতিপক্ষ নই, প্রশাসনের প্রতিপক্ষ নই, সাংবাদিকদেরও প্রতিপক্ষ নই, কিন্তু গত মঙ্গলবার সাংবাদিকদের সাথে যে ঘটনা ঘটেছে এ ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমাদের কেউ প্রতিপক্ষ না ভেবে সঠিক সংবাদটি প্রকাশ করবে সেটি আমি সাংবাদিকদের কাছে কামনা করছি।

মাহাবুব আলম সিকদার বলেন, আমরা রাজনীতি করি নির্বাচন করি, পাশাপাশি আমাদের স্থানীয় রাজনীতি রয়েছে। ব্যবসায়ী নির্বাচনের প্রতিদ্বন্দ্বী ছিল ও প্রতিপক্ষ ছিল তারা এই ঘটনাকে ইস্যু করে কোন ধরনের অঘটন যেন না ঘটে সেদিকে সাংবাদিকদের খেয়াল রাখতে হবে।

আমরা যদি কোন ভুল থাকি আমাদের কমিটির উপদেষ্টা রয়েছে তারা আমাদের বিচার করবে। আমাদের ভুল ত্রুটি হতেই পারে আমরা মানুষ তারা আমাদের বিচার করবে। এবিষয়টি তাদেরকে ডেকে সমাধান করা যেত। যেহেতু আমরা সবাই ফতুল্লাহ সন্তান। আমরা এলাকায় বসবাস করি। কেউ কারো প্রতিপক্ষ না ভেবে সঠিক সমাধানের আসার আহবান করছি।

পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি নারায়ণগঞ্জ এর মধ্যে একটি সুনামধন্য ব্যবসায়ী সমিতি। আমরা কোন প্রতিষ্ঠানের সাথে কোন ব্যক্তির সাথে দ্বন্দ্বে জড়াতে চাই না। এই বিষয়ের সমাধান চাই, আমরা আশাবাদী সাংবাদিকদের সাথে যদি আমাদের ভুল-ভ্রান্তি হয়ে থাকে বিষয়টি বড় না করে বিষয়টির সমাধান হোক। ঘটনা নিয়ে কোন কাদা ছোড়াছুড়ি না হোক এই কামনা করছি এবং এর সুষ্ঠু সমাধানের জন্য আহ্বান জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি সহ-সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী, কোষাধক্ষ্য জাহিদ হাসান বেলাল সাংগঠনিক সম্পাদক ডঃ ইমাম হোসেন, ইউনুস সুপার মার্কেটের সাধারণ সম্পাদক গোলাম হোসেন, সদস্য খলিল শিকদার।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD