শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৫৭ অপরাহ্ন

ফতুল্লায় আবারো অটোরিক্সা চালক কে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় যাত্রীবেশে ব্যাটারী চালিত এক অটোরিক্সাচালককে ছুরিকাঘাতে হত্যা করে অটোরিক্সা ছিনিয়ে নিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

সোমবার(২৮জুন) দিবাগত ভোর রাত পৌনে চারটার দিকে ফতুল্লার ইসদাইরস্থ ওসমানী স্টেডিয়ামের প্রধান গেইটের সামনে শুকতারা ক্লাব গলির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে পুলিশ।
নিহত অটোরিক্সা চালকে নাম রাজু(৪৮) ও মাসদাইরের জামালের গ্যারেজের চালক বলে জানতে পেরেছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, রাত দশটার দিকে রেললাইন ধরে চাষাড়া- ইসদাইর মাঝামাঝি অবস্থিত জয়যাত্রা ক্লাব দখল কে কেন্দ্র করে রুবেল নামক এক যুবকের মৃত্যু সহ তিনজন আহত হয়।দুই গ্রুপের সংঘর্ষে নিহত দিনমজুর (রাজমিস্ত্রী) রুবেল হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতার করার জন্য তিনি সহ পুলিশের একাধিক টিম যখন কাজ করছিলো ঠিক তখনি ইসদাইরস্থ ওসমানী স্টেডিয়ামের প্রধান গেইটের সামনে শুকতার ক্লাবের সামনের রাস্তায় যাত্রীবেশে ছিনতাইকারীরা পেছন থেকে চালকের গাড়ে ও পিঠে ছুরিকাঘাত করে হত্যা করে রাস্তায় ফেলে দিয়ে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়।পুলিশের একটি দল তা দেখতে পেয়ে লাশ উদ্ধার করে হাসপাতাল পাঠায় এবং অপর একটি দল ঘাতক চক্রকে ধাওয়া করলেও ছিনিয়ে নেয়া অটোরিক্সা সহ আটক করতে পারেনি যাত্রীবেশী দূর্বৃত্তদের।নিহতের পরিচয় যাচাই বাছাই চলছে। এবং সে ফতুল্লার কোন এলাকায় বসবাস করে কার ইজিবাইক চালায় সে বিষয়েও খোজ খবর নেয়া হচ্ছে।নিহতের নাম রাজু এবং মাসদাইরের জামালের গ্যারেজের চালক ছিলো বলে তিনি জানান।

 

এর আগে চলতি মাসের ১৮ তারিখে রাত একটার দিকে ফতুল্লা পিলকুনি পেয়ারা বাগান এলাকায় একই কায়দায় হত্যা করে যাত্রীবেশী দূর্বৃত্তরা ছিনিয়ে নিয়ে যায়।ব্যাটারী চালিত মিশুক।পরে নিহতের পকেটে থাকা মোবাইলফোনপর সূত্র ধরে তার পরিবারকে সংবাদ দেয়া সহ নিহতের পরিচয় সনাক্ত করা হয়।এ ঘটনার সাথে জড়িত নিশাত নামক এক ঘাতক করে পুলিশ।হত্যা কান্ডের কথা স্বীকার করে আসামী নিশাত আদালতে জবানবন্দি প্রদান করেছে বলে জানায় পুলিশ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD