বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামী ও ভাসুরের বিরুদ্ধে যৌতুক ও নির্যাতন মামলা করেছেন হীরামনি নামে এক গৃহবধূ। ওই মামলায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চার্জশিট দাখিল করেছে পুলিশ।
সোমবার (২৭ জুন) রূপগঞ্জ থানায় এ মামলা হয়। মঙ্গলবার (২৮ জুন) চার্জশিট দাখিল করেন রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ি ইনচার্জ নাজিমউদ্দিন মজুমদার।
আসামিরা হলেন- ওই উপজেলার সোনবো গ্রামের বাদশা মিয়ার ছেলে সোহেল মিয়া ও তার ভাই রুবেল আহমেদ।
মামলা সূত্রে জানা গেছে, পাঁচ বছর প্রেম করার পর গত ২৫ মার্চ সোহেল মিয়ার সঙ্গে গোপনে রেজিস্ট্রি বিয়ে হয় হীরামনির। এক পর্যায়ে বিয়ের বিষয়টি দুই পরিবার জেনে যায়। পরে উভয় পক্ষের সম্মতিতে স্থানীয় কাজীর মাধ্যমে ছয় লাখ টাকা দেনমোহরে ৮ এপ্রিল পুনরায় তাদের বিয়ে হয়। বিয়ের পর হীরামনিকে নিজের বাড়িতে না নিয়ে বাবার বাড়িতে রাখে সোহেল মিয়া। কিছুদিন পর সে স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বিভিন্ন সময় হীরামনির ওপর নির্যাতন করে সোহেল মিয়া।
সোহেল মিয়ার পরিবার জানায়, হীরামনির ওপর নির্যাতনের অভিযোগ মিথ্যা। উল্টো সোহেলের সঙ্গে সংসার করবে না বলে হুমকি দিয়ে দেনমোহরের ছয় লাখ টাকা দাবি করে হীরামনি। এমনকি টাকা না দিলে মামলায় ফাঁসানোরও হুমকি দেয়। এ কারণেই সোহেল ও তার ভাই রুবেলের বিরুদ্ধে মামলা করেছে হীরামনি।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিমউদ্দিন মজুমদার বলেন, কোনো গাফিলতি হয়নি। তদন্তে যা পেয়েছি, সেভাবেই চার্জশিট দাখিল করেছি।