শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে এক গৃহ পরিচালিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। (১ জুলাই) বৃহম্পতিবার সকালে স্থানীয় গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ খবর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
নিহত লিলি বেগম স্থানীয় গোপালদী পৌরসভার দাইরাদী এলাকার আব্দুল রহিমের স্ত্রী। তিনি দুই ছেলে ও এক ছেলের মা ছিলেন।
বুধবার রাতে যেকোনো সময় দাইরাদী এলাকার মজিবুর রহমান হাজী নামে এক ব্যক্তির বাড়িতে পরিত্যক্ত একটি কক্ষ আত্মহত্যা করে থাকতে পারেন বলে পুলিশের প্রাথমিক ধারণা। লিলি বেগম এই ব্যক্তির বাড়িতেই গৃহ পরিচালিকার কাজ করতেন। তিনি নিজের পড়নের ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিলেন।
আড়াইহাজার থানায় ওসি (তদন্ত) আনিছুর রহমান মোল্লা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ নির্ণয় করা সম্ভব হবে।