শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্কুলের বিদায় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জিসান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
সোমবার(১২ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় আড়াইহাজার হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে তার বন্ধু সুস্ময় (১৭)। তার অবস্থাও আশঙ্কাজনক।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ।
নিহত জিসান গোপালদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হক ফজলুল হকের ছেলে ও সদাসদী এলাকার বাসিন্দা। সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল তার।
স্থানীয়রা জানায়, সোমবার স্কুলের বিদায় ও দোয়া অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল সে। পথে স্কুল থেকে কিছুটা দূরে দাইরাদী এলাকায় একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জিসান গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। পরে ঢাকায় নেয়ার পথে মারা যায় সে।