শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০০ অপরাহ্ন

ফতুল্লায় প্রেমিকের সামনে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করলো প্রেমিকা

সংবাদ নারায়ণগঞ্জ:- সদর উপজেলার ফতুল্লায় রপ্তানীমুখী একটি পোষাক তৈরীর কারখানার ৬ষ্ঠ তলার ছাদ থেকে প্রেমিকের সামনে লাফিয়ে মাটিতে পড়ে আত্নহত্যা করলো প্রেমিকা।এ ঘটনায় প্রেমিক জুয়েল (৩৩)কে আটক করেছে ফতুল্লা পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে ফতুল্লার শাসনগাঁও এলাকায় অবস্থিত বিসিক শিল্পনগরীর ফকির অ্যাপারেলস নামে একটি রপ্তানীমুখী পোষাক তৈরী কারখানায় এঘটনা ঘটে।
নিহত আমেনা খাতুন(২৯) নাটোর জেলার গৌরিপুর আউডাইল গ্রামের হাবিব ও ফিরোজা বেগমের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেরানীগঞ্জের হাসনাবাদ নয়াটোলা এলাকার আলী আশরাফ গাজীর ছেলে জুয়েল ও আমেনা খাতুন একই সঙ্গে ফকির অ্যাপেরেলসে কাজ করত। এতে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এতে জুয়েল বিভিন্ন সময় আমেনার কাছ থেকে টাকা ধার নেয়। সম্প্রতি তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হলে জুয়েলের কাছ থেকে পাওনা টাকা দাবী করে আমেনা। আর এনিয়ে দুজনের মধ্যে গার্মেন্টের ছাদে ঝগড়া হয়। এক পর্যায়ে জুয়েলের সামনেই আমেনা ছাদ থেকে লাফিয়ে মাটিতে পড়ে। এতে আমেনার মৃত্যু হয়। ঘটনার পরপর মালিক পক্ষ জুয়েলকে আটক করে পুলিশে দেয় এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে যায় পুলিশ।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, লাশ উদ্ধার করে জুয়েল নামে এক যুবককে আটক করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত চলছে। পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD