মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার বিসিক শিল্পনগরী রপ্তানিমুখি পোষাক তৈরী করাখানার ৬ষ্ঠ তলার ছাদ থেকে মাটিতে লাফিয়ে পরে তরুনীর আত্নহত্যার ঘটনায় নিহত তরুনীর মামা বাদী হয়ে আত্নহত্যার প্ররোচনার অভিযোগ এনে গ্রেফতারকৃত প্রেমিক জুয়েল কে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
নিহত তরুনী আমেনা খাতুন(২৯) নাটোর জেলার সদর থানার গৌরিপুর আওডাইল সুলতানপুরের মোঃ হাবিবের মেয়ে।বর্তমানে সে ফতুল্লা থানার চর কাশিপুরে বসবাস করে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ফতুল্লা থানার বিসিক শিল্পনগরীর ফকির এপারেলস্ লিঃ নামক একটি পোষাক তৈরী কারখানায়।গ্রেফতারকৃত জুয়েল শরিয়তপুর জেলার ডামুড্যা থানার বড় নওগাঁর আলী আশরাফের পুত্র। বর্তমানে ফতুল্লা থানার শাসনগাঁও এনায়েতনগর চাঁদনী হাউজিংয়ের ম্যানেজার ওয়াজকুরুনীর ভাড়া বাসায় বসবাস করে।
বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়,নিহত তরুনী আমেনা খাতুন বিসিক শিল্পনগরীর ফকির এ্যাপারেলস লি. নামীয় গার্মেন্টস এ কর্মরত ছিলো। একই গার্মেন্টস গ্রেফতারকৃত জুয়েল সেম্পল অপারেট হিসেবে চাকুরী করার সুবাদে উভয়ের মাঝে প্রেমের সম্পর্ক হয়।প্রেমের সূত্র ধরে নিহত আমেনা খাতুনকে বিবাহ করার কথা বলিয়া গভীর সম্পর্ক গড়ে তুলে বিশ্বাস স্থাপন আমেনা খাতুনকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বেড়াইতে নিয়া যাইত। এবং বিভিন্ন সময় নিহত তরুনীর নিকট থেকে কৌশলে টাকা পয়সা হাতিয়ে নিতো।নিহত তরুনী তাকে বিয়ে করার জন্য জুয়েল কে অবগত করলে গত ১০/১৫দিন ধরে জুয়েল তাকে এড়িয়ে চলা শুরু করে।গ্রেফতারকৃত জুয়েল বৃহস্পতিবার লাঞ্চ বিরতির সময় দুপুর পৌনে দুইটার দিকে কথা আছে বলিয়া আমেনা খাতুনকে তাহাদের কর্মস্থলের ৬ষ্ঠ তলা বিল্ডিং এর ৬ষ্ঠ তলা ছাদে নিয়া যায়। তাহারা উভয়ে কথাবার্তা বলার এক পর্যায়ে আমেনাকে বিবাহ করিতে অস্বীকার করায় এবং আমেনাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ায় সে বাধ্য হইয়া |আত্মহত্যার পথ বেছে নিয়া ৬ষ্ঠ তলা বিল্ডিং এর ৬ষ্ঠ তলার ছাদ হইতে লাফাইয়া পড়িয়া গুরুতর আহত হয়।পরে তাকে শহরের জেনারল(ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান,আত্নহত্যার প্ররোচনার অভিযোগে এনে নিহতের নিকটাত্নীয় মামা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।অভিযুক্ত জুয়েল কে গ্রেফতার করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল সম্পর্কের কথা স্বীকার করেছে।নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।