মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার মাহমুদপুর ব্যাংক কলোনী মসজিদ রোড তোবারক মিয়ার বাড়ির নিচ তলায় ২ জুলাই রাতে অভিযান পরিচালনা করে হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় মাদক বিক্রির নগদ ১২ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী হলেন মোঃ আশরাফুল আলম ওরুফে রকি (৩৩)। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলাতেই।
প্রেস বিজ্ঞপ্তিতে এএসপি মোঃ সম্রাট তালুকদার জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেপ্তারকৃত আসামী দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।