মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- শহরের টানবাজার থেকে হেরোইন ও গাঁজাসহ তিন মাদকব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ৩৯ পুরিয়া হেরোইন ও এক কেজি গাঁজা জব্দ করা হয়।
(৪ জুলাই) রোববার দুপুর ১২টায় র্যাব-১১ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে শনিবার (৩ জুলাই) সন্ধ্যায় তাদের আটক করা হয়।
তারা হলেন, বরিশালের বাকেরগঞ্জের বালিগ্রাম এলাকার মো. আব্দুল মালেক খানের ছেলে মো. রাসেল (২৮), ঢাকার বংশালের সিটি কলোনি এলাকার শংকর দাশের ছেলে সঞ্জু দাশ (৩৩) ও চাঁদপুরের সদর থানার পশ্চিম শ্রী রমেদি এলাকার মৃত চিত্তরঞ্জণ নন্দির ছেলে অভিনন্দি (২৫)।
র্যাব জানায়, আটকরা নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ ও এর আশপাশের এলাকায় ভাড়াবাসায় বসবাস করার পাশাপাশি মাদকব্যবসা চালিয়ে আসছিলেন। তারা দীর্ঘদিন ধরে হেরোইন ও গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জের সদর মডেল থানাধীন টানবাজার ও এর আশপাশের এলাকায় কেনাবেচা ও সরবরাহ করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেন। তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।