বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:১৬ অপরাহ্ন

ফতুল্লায় রাজমিস্ত্রি হত্যা, আরো চারজন গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় রাজমিস্ত্রী রুবেল হত্যা মামলায় আরো চার জনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
সোমবার(৫ জুলাই) রাতে শহরের কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা থানার ইসদাইর নতুন রোড বস্তির শরিফ ওরফ ছকমলের পুত্র জুয়েল(২০),একই বস্তির হেলিম ওরফে জালালের পুত্র সাগর ওরফে দাঁত ভাঙ্গা সাগর
(২০),ইসদাইর রেললাইন বস্তির মাসু বেগমের ভাড়াটিয়া মোঃ হারুনুর রশিদের পুত্র মোঃ শাকিল(২১) ও কলেজ রোডের আলমের পুত্র মাঈনুল ওরফে আলাউদ্দিন ওরফে ভুতু(২০)।গ্রেফতারকৃতদের মধ্যে জুয়েল ও সাগর ওরফে দাঁত ভাঙ্গা সাগর হত্যা মামলার এজাহারনামীয় আসামী এবং গ্রেফতারকৃত অপর দু’জন হত্যাকান্ডের সাথে জড়িত অন্যতম সন্দেহ ভাজন আসামী।

এর আগে পুলিশ এই একই মামলায় এজাহারনামীয় সাতজন আসামী সম্রাট, সেলিম,আলী, রাকিব ওরফে টাইগার, শিমুল, বিজয়,শরীফ এবং সন্দেহভাজন তিনজন সহ মোট দশ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে শরীফ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে সোমবার আদালতে স্বীকারোক্তি জবানবন্দি প্রদান করে।
এ নিয়ে রুবেল হত্যা মামলায় এজাহারনামীয় নয় জন ও সন্দেহভাজন পাচঁ জন সহ মোট ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়,নিহত রুবেল তার পরিচিত রনিকে সাথে নিয়ে সোমবার(২৮ জুন) সন্ধ্যায় জামতলাস্থ ভাড়া বাসা থেকে ঘুরতে বের হয়।রাত দশটার দিকে ইসদাইর বাজারস্থ জয়যাত্রা ক্লাবের সামনে পৌছামাত্র ক্লাব ও মাদক ব্যবসার আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে স্থানীয় দুটি গ্রুপের মাঝে সংঘর্ষ হয়।এ সময় উভয় গ্রুপের সংঘর্ষের মধ্যে পরে নিহত হয় রাজমিস্ত্রী পথচারী রুবেল।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মঙ্গলবার (২৯ জুন) ফতুল্লা মডেল থানায় ৩৪ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা শামীম জানায়,
সোমবার রাতে কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় দুই জন ও সন্দেহ ভাজন সহ মোট চার জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রদান করা হয়েছে বলে তিনি জানান

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD