বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১১:২১ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তহুরুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
(১৪ জুলাই) বুধবার শিশুটির মা বাদী হয়ে নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানার মামলা দায়ের করেছেন। মামলা পর অভিযুক্ত তহুরুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তহুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রাধানগর বড় ডাবপুরের আব্দুল মান্নানের ছেলে ও ফতুল্লা থানার দেলপাড়া এসবি গার্মেন্টস সংলগ্ন এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।
এজাহারের সূত্রে জানা যায়, বাদী এবং গ্রেফতার যুবক একই বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছিলেন। বাদী একটি গার্মেন্টে চাকরি করেন। প্রতিদিনের মতো চলতি মাসের ৯ তারিখে শিশুটির মা তার পাঁচ বছর বয়সী মেয়েকে বাসায় একা রেখে সকালে নিজ কর্মস্থলে চলে যান। একই দিন দুপুর আড়াইটার দিকে তহুরুল ইসলাম ওই শিশুকে পেয়ারা খাওয়ানোর কথা বলে নিজ রুমে ডেকে নেয়।
এ সময় তহুরুল শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। ঘটনার পরদিন ১০ জুলাই সকালে শিশুটি তার মাকে পুরো বিষয়টি অবগত করে। পরে বুধবার ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই এসএম শামীম জানান, তহুরুল ইসলামকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। শিশুটিকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।