বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- সিদ্ধিগঞ্জে ১৬ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগে হাসান (২১) নামে এক প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। (১ ফেব্রুয়ারী ২০২০) শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের আদর্শনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাসান লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার ভেরভিড়ির হাট এলাকার জয়নাল আবেদীনের ছেলে। সে সিদ্ধিরগঞ্জের আদর্শনগর এলাকার জাহাঙ্গীরের বাড়ির ভাড়াটিয়া।
মামলা সূত্রে জানা যায়, ধর্ষক প্রেমিক হাসান ও ধষিতা কিশোরী সিদ্ধিরগঞ্জের একই এলাকায় বসবাস করতো। একই এলাকায় বসবাসের সূত্র ধরে তাদের পরিচয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু হাসান একজন বিবাহিত এবং তার সন্তানও রয়েছে।
তারপরও সে ওই কিশোরীর সাথে সম্পর্কের সূত্র ধরে গত ২/৩ দিন আগে তাকে ফুঁসলিয়ে বাড়ি থেকে বাগিয়ে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।শনিবার রাতে ওই কিশোরীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ধর্ষক হাসানকে গ্রেফতার এবং কিশোরীটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাতেই কিশোরীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানায়, শনিবার রাতে আদর্শনগর এলাকা থেকে কিশোরীকে ধর্ষণের অভিযোগে হাসানকে গ্রেফতার করা হয়েছে।