শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুক পোস্ট নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ সানি নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষ যুবক। সোমবার রাত ৮টার দিকে উপজেলার গোলান্দাইল বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক তরুণ
নিহত সানি গোলাকান্দাইল বিজয়নগড় এলাকার মিল্লাত হোসেনের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল।
রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাজিম উদ্দিন জানান, সানির সঙ্গে গোলাকান্দাইল উত্তর পাড়ার মাহাফুজ নামে এক যুবকের ফেসবুক পোস্ট নিয়ে বিরোধ চলছিল। রাত ৮টার দিকে সানিসহ কয়েকজন গোলাকান্দাইল বেড়িবাঁধ এলাকায় ঘুরতে যায়।
এ সময় লোকজন নিয়ে সানি ও হীরাকে কুপিয়ে আহত করেন মাহাফুজ। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সানিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হীরাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরো জানান, সানির লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বাকিদেরও আটকের চেষ্টা চলছে।