শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- সোনারগাঁয়ের মোগড়াপাড়া এলাকা থেকে তুলাভর্তি কাভার্ডভ্যান থেকে ২২ কেজি গাঁজা জব্দ করেছে র্যাব। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
(১০ আগস্ট) মঙ্গলবার ভোরে তাদের গ্রেফতার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র্যাব-১১।
গ্রেফতাররা হলেন মো. আনোয়ারুল ইসলাম (৩৪), নুরুল ইসলাম (৫৯) এবং মো. দুলাল মিয়া (২৯)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতাররা অভিনব কায়দায় কাভার্ডভ্যানে করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করতেন। পরে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের জেলায় সরবরাহ করতেন। গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।