শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ রেজি নং ১৩০/ ৫৪ এর উদ্যোগে দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(১৫ আগস্ট) রবিবার দুপুরে পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি হাজী মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি হাজী শাহ আলম গাজী টেনু।
দোয়া ও মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাচ্চু, যুগ্ন সম্পাদক মাহবুব আলম সিকদার, কোষাধক্ষ্য জাহিদ হাসান বেলাল, সাংগঠনিক সম্পাদক ডঃ ইমাম হোসেন খন্দকার, তথ্য ও প্রচার সম্পাদক শাহজাহান, দপ্তর সম্পাদক মনির হোসেন মিন্টু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহ আলম, সদস্য মোক্তার হোসেন, কামাল হোসেন, খলিল সিকদারসহ বিভিন্ন মার্কেটের সভাপতি ও সাধারণ সম্পাদক।