মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:০৬ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে পুলিশকে হুমকি ও তাদের পোশাক খুলে ফেলা নিয়ে বক্তব্য দেওয়া জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে গ্রেফতার করেছে পুলিশ।
(২১ আগস্ট) শনিবার রাতে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, রনির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। এছাড়া সে একাধিক মামলার আসামী। ওইসব মামলায় রনিকে গ্রেফতার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে গ্রেফতারের পর তাকে ফতুল্লা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে, গত ১৭ আগস্ট নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি বলেন, যদি ছাত্রদল চিন্তা করে- তারেক রহমান চিন্তা করে পুলিশের পোশাক খুলে ফেলবে। সেটা আমাদের কাছে ওয়ান-টুর ব্যাপার মাত্র। ছাত্রদল পুলিশকে প্রতিহত করবে।