রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। (২৩ আগস্ট) সোমবার সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ৪নম্বর সেক্টর ডেসকো অফিসের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে।
ভোলাব তদন্ত কেন্দ্রের এএসআই হুমায়ুন জানান, সকাল সাড়ে ১০ টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের পূর্বাচল উপশহরের ৪ নম্বরের ডেসকো অফিসের পাশে একটি নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের লাশটি উদ্ধার করে।
তিনি আরো জানান, উদ্ধার হওয়া লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের যেকোনো সময় জীবিত নবজাতককে গাড়ি থেকে ছুড়ে ফেলা হয়েছে। এতে মাথা আঘাত পেয়ে নবজাতকটি মারা গেছে।