শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লা ধর্মগঞ্জ পাকাপুল এলাকায় পুর্বশত্রুতার জের ধরে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা ঘটনায় ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছে হামলার শিকার ব্যবসায়ী তারা মিয়া।
গত ২২ আগষ্ট রবিবার সন্ধায় এই সন্ত্রাসী হামলার ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী ফতুল্লা ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকার মৃত: আলাউদ্দীনের ছেলে তারা মিয়া প্রধান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মধ্য ধর্মগঞ্জ পাকাপুল এলাকার মৃত: সানাল বেপারীর ছেলে ১। মোঃ নাছির, ২। বাপ্পী, ৩। সেলিম, ৪। জুয়েল, একই এলাকার হাবুল্লার ছেলে পবন সহ ৫/৭ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তারা মিয়া
উল্লেখ করেন, বিবাদীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব থেকে বিরোধ ও শত্রুতা চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় গত ২২ আগষ্ট সন্ধা অনুমান ৭টা সময় আমার আমার বাসাথেকে মোটর সাইকেল যোগে পঞ্চবটি যাওয়ার পথে ধর্মগঞ্জ পাকাপুল জাগরণী ক্লাব সংলগ্ন পাকা রাস্তায় পৌছা মাত্র
আগে থেকে প্রস্তুতী নিয়া থাকা পূর্ব শত্রুতার জের ধরে বিবাদীরা ধারালো চাপাতি, রামদা, ছুরি, লোহার রড, হকষ্টিক সহ দেশীয় অস্ত্র হাতে আমার মোটরসাইকেল গতিরোধ করে অতর্কিত আক্রমণ করে এলোপাতাড়ী মারধর করে শরীরের বিভিন্ন
স্থানে রক্তাক্ত জখম করে।
এসময় বিবাদীরা আমার সাথে থাকা ব্যবসায়ীক নগদ ১,৮৫,০০/- (একলক্ষ পঁচাশি হাজার) টাকা ও একটি স্মার্ট ফোন নিয়ে যায়। আমার আত্ম চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা আমাকে প্রাণনাশ সহ বিভিন্ন প্রকার হুমকি দিয়ে চলে যায়। সংবাদ পেয়ে আমার
বড় ভাই সুরুজ মিয়া ও স্থানীয় মতিন আমাকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়ায় ভর্তি করে। বর্তমানে আহত তারা মিয়া সাইন বোর্ডস্থ প্রো-এ্যাকটিভ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ সুুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীর পরিরার।