বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আজিজুল ইসলাম মোল্লা নিহত হয়েছে।
(১ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১০টার দিকে মদনপুর মারুয়াদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুল ইসলাম উপজেলার খাগকান্দা গ্রামের রুহুল আমিন মোল্লার ছেলে। তারা সপরিবারে ঢাকায় বসবাস করেন। মঙ্গলবার আজিজুল ঢাকা থেকে বাড়িতে বেড়াতে আসছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজিজুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে আড়াইহাজারের দিকে আসছিলেন এ সময় ঘটনাস্থলে আসলে অপর দিক থেকে আসা এক সাইকেল আরোহী হঠাৎ করে তার বাইকের সামনে চলে আসেন। এ সময় সাইকেল আরোহীকে বাচাঁতে গিয়ে বাইকের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে অবস্থিত একটি দোকানের শাটারের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।