মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১২:১১ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় পাচঁ বছর বয়সী এক শিশু কন্যা কে কে ধর্ষনের চেস্টার অভিযোগে খোকন হাওলাদার(৫২) কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত খোকন হাওলাদার পাগলা নয়ামাটি এলাকার শাহজালালের বাড়ির ভাড়াটিয়া ও বাগেরহাট জেলার মোরলগঞ্জ থানার বারইকান্দি গোলবুনিয়া গ্রামের মোক্তার হাওলাদারের পুত্র ।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেল ফতুলা মডেল থানার পাগলা নয়ামাটি মুসলিম পাড়াস্থ শাহজালালের বাড়ির ভাড়াটিয়া বাসায়।
এ ঘটনায় নির্যাতিত শিশুটির মা বাদী হয়ে ধর্ষনের চেস্টার অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
জানা যায়, নির্যাতিত শিশুটির পরিবার ও গ্রেফতারকৃতের পরিবার পাগলা নয়ামাটি মুসলিম পাড়াস্থ শাহা জালাল এর বাড়ীর ভাড়াটিয়া বাসায় পাশাপাশি ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। মঙ্গলবার বিকেল পাচটার দিকে শিশুটি খোকন হাওলাদারের ঘরে টিভি দেখার জন্য গেলে গ্রেফতারকৃত খোকন হাওলাদার ঘরের দরজা বন্ধ করে দিয়ে শিশুটি কে ধর্ষনের চেস্টা করে।
এ সময় শিশুটি ভয়ে চিৎকার করে উঠলে শিশুটির ঘরে থাকা নিকটাত্নী বোন শিশুটির চিৎকার শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজায় টোকা মেরে দরজা খোলার জন্য বলে। এ সময় তার সামনে দিয়েই দরজা খুলে বেরিয়ে যায় গ্রেফতারকৃত লম্পট খোকন হাওলাদার।পরে শিশুটির নিকাত্নীয় বোন শিশুটিকে ঘটনাস্থল থেকপ উদ্ধার করে তাদের ঘরে নিয়ে এসে বাবা- মা কে বিষয়টি অবগত করে।পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত শুনে খোকন হাওলাদার কে কৌশলে ডেকে এনে গ্রেফতার করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, অভিযুক্ত আসামী খোকন হাওলাদার কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।