বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ;- ফতুল্লায় সিকিউরিটি গার্ডকে কুপিয়ে ডার্চ বাংলা ব্যাংকের বুথ থেকে টাকা লুটের চেষ্টা চালিয়েছে এক দুর্বৃত্ত।
(৫ সেপ্টেম্বর) রোববার দিবাগত রাত আড়াইটায় ফতুল্লার ভুইগড় বাজার এলাকায়।
এ ঘটনায় বুথের সিকিউরিটি গার্ড আলী হোসেন (৬১) আহত হয়েছে। তাকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়। তার মাথায় জখম করা হয়েছে। আলী হোসেন মিয়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ধনকুন্ড এলাকার মৃত.উজির আলীর ছেলে।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, খবর পেয়ে ডার্চ বাংলা ব্যাংকের বুথে গিয়ে তাদের সিসিটিভির ফুটেজে দেখেছি সিকিউরিটি গার্ড আলী হোসেন ঘুমিয়ে রয়েছে। রাত আড়াইটার সময় একজন লোক একটি ব্যাগের ভিতরে করে রান্নার কাজের ব্যবহার করা বঁটি নিয়ে এসে ঘুমন্ত সিকিউরিটি গার্ডের মাথায় কোপ দেয়।
এতে সিকিউরিটি গার্ড নিথর হয়ে পড়লে ওই ব্যক্তি বটি দিয়ে বুথের দরজা খোলার চেষ্টা করে। কিছু সময় চেষ্টা করে ব্যর্থ হয়ে হেটে চলে যায়। ধারনা করা হচ্ছে লোকটি হয়তো পাগল হবে নয়তো মাদকাসক্ত। তবে ওই লোকটিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে ব্যাংক কর্তৃপক্ষ (৬ সেপ্টেম্বর) সোমবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ করেনি।