রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার শিয়াচরে টাকা চেয়ে না পেয়ে বাবাকে মারধর সহ বাড়ী ভাংচুর করার মামলায় পুত্র জসিম ওরফে পাগলা জসিম(৩৫) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত জসিম ফতুল্লা মডেল থানার শিয়াচর লালখাঁ এলাকার গিয়াসউদ্দিনের পুত্র।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে তাকে ফতুল্লার শিয়াচর লালখাঁ এলাকা থেকে গ্রেফতার করা হয়।এর আগে রোববার (৫সেপ্টেম্বর) গ্রেফতারকৃত জসিম ওরফে পাগলা জসিমের বাবা গিয়াসউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
জানা যায়, শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে গ্রেফতারকৃত জসিম তার বাবার নিকট ৫০ হাজার টাকার দাবী করে না পেয়ে বাবা কে মারধর সহ ঘরের জানালা গ্লাস ভাংচুর করে। এ সময় জসিমের বড় ভাই মহিউদ্দিন তার বাবার ডাক-চিৎকারে এগিয়ে এসে তার বাবাকে রক্ষা করে। এ ঘটনায় গ্রেফতারকৃত পাগলা জসিমের বাবা গিয়াসউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করলে মঙ্গলবার রাতে তাকে শিয়াচর লালখা এলাকা থেকে গ্রেফতার করা হয়।