রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুলায় নারী সহ তিন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার তল্লা মডেল গার্মেন্টস গলির কোরবানীর আলীর পুত্র সাজু মিয়া(৪০), ফতুল্লা থানার কায়েমপুরস্থ ফকিরা গার্মেন্টসের সামনের গলির কুদ্দুসের বাড়ীর ভাড়াটিয়া গেন্দা মিয়ার পুত্র মোহর(৩০) ও একই এলাকার একই বাড়ীর ভাড়াটিয়া মুরাদ মিয়ার স্ত্রী কনা বেগম(৪২)।
রোববার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের কে ফতুল্লা থানার কায়েমপুরস্থ ফকিরা গার্মেন্টসের ২ নং গেইটের সামনের রাস্তা থেকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ গ্রেফতারকৃতদের নিকট থেকে ৩৫ পুরিয়া হেরোইনবনও ২’শ গ্রাম গাজাঁ সহ মাদক বিক্রির ৪ হাজার ৪’শত ৭০ টাকা উদ্বার করে পুলিশ।
থানা পুলিশ জানায়, রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আশিক ইমরান সঙ্গীয় ফোর্স সহ কায়েমপুর ফকিরা গার্মেন্টসের দুই নং গেইটের সামনের রাস্তায় অভিযান চালিয়ে সাজু, মোহর ও কনা কে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে পুলিশ মাদক বিক্রির চার হাজার চারশত সত্তর টাকা সহ পয়ত্রিশ পুরিয়া হেরোইন ও দুইশত গ্রাম গাজাঁ উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে বলে জানিয়েছ পুলিশ।