মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলা পশ্চিম রসুলপুর এলাকায় একই পরিবারের মহিলাসহ চারজনকে জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বেলায়েত গংদের বিরুদ্ধে।
(১৪ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে পাগলা পশ্চিম রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মায়া বেগম বাদী হয়ে মোঃ বেলায়েত, মোঃ হীরা, মোঃ রিপন, মোঃ অন্তর, সিফাতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে ও মায়া বেগম জানান, আমার ছেলে শহীদ কাজী দীর্ঘদিন ধরে পশ্চিম রসুলপুর এলাকায় ভাঙ্গারির ব্যবসা করছে। কিছুদিন যাবত একই এলাকার বেলায়েত ব্যবসায়ী শত্রুতা জের ধরে আমার ছেলেকে ব্যবসা করতে দেবে না বলে পাঁয়তারা করে আসছে। এরি ধারাবাহিকতায় আজ সকাল দশটার সময় একটি পুরাতন গেট ক্রয় করে। গেট ক্রয় কে কেন্দ্র করে আমার ছেলেকে অকথ্য ভাষায় গালাগালি করে।
পরবর্তীতে সকাল ১১ টায় আবার আমার ছেলের দোকানে এসে পুনরায় গালাগালি শুরু করে। গালাগালি করতে বারণ করলে আমার ছেলের উপর ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করে। খবর পেয়ে আমার ছেলের দোকানে গেলে আমাকে সহ মারধর শুরু করে। এবং এইখানে দোকান চালাতে পারবে না বলে হুমকি প্রদান করে। যদি এখানে দোকান চালালে জানে শেষ করে দিবে। একপর্যায়ে আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন আসলে পালিয়ে যায়। পরে এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় বেলায়েত গংদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।