রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় বিদেশি মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
(১৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাতে ফতুল্লার মাসদাইর ঈদগাহ মাঠ সংলগ্ন মায়ের দোয়া কনফেকশনারি দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, ফতুল্লার মাসদাইর বাজার এলাকার মৃত ইব্রাহিমের ছেলে ইয়াসিন আরাফাত (২৩) ও একই এলাকার মো. মাহফুজের ছেলে রাজু আহম্মেদ (২৩)। এ সময় তাদের কাছ থেকে ৯ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ফরহাদ জানান, রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন মায়ের দোয়া কনফেকশনারির সামনের রাস্তা দিয়ে মাসদাইর যাচ্ছিলেন। এ সময় দুই যুবকের গতিবিধি দেখে সন্দেহ মনে হয়। পরে তাদের তল্লাসী করার সময় দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।