শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন

ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

সংবাদ নারায়ণগঞ্জ:- শহরের জামতলা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্র সহ দুই ডাকাত কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার দেওভোগ পাক্কা রোডের মোঃ সেলিমের পুত্র শুভ হাওলাদার(২০) ও একই থানার পশ্চিম দেওভোগের মৃত স্বপন মিয়ার পুত্র মোঃ বাধন(২২)।

(১৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার জন্য মধ্যরাতে তাদের কে ফতুল্লা মডেল থানার জামতলাস্থ রুপায়ন টাওয়ারের সামনের রাস্তা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে পুলিশ একটি স্টিলের তৈরি একটি চাপাতি ও অত্যাধুনিক সুইচ গিয়ার উদ্ধার করে পুলিশ।

থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে জামতলাস্থ রুপায়ন টাওয়ারের সামনে ধারালো অস্ত্র- সস্ত্রে সজ্জিত হয়ে শুভ হাওলাদার, বাধন ও দেওভোগ বোপারীপাড়ার শিকদার বাড়ীর আমিনুল ইসলামের পুত্র তানভীর (২৩) সহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জন ডাকাতি করার জন্য অবস্থান করছিলো।এমন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ফরহাদ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে অভিযান চালালে পুলিশের উপস্তিতি টের পেয়ে অবস্থানরত ডাকাতদলের সদস্যরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেস্টা করে।এ সময় পুলিশ ধাওয়া করে শুভ ও বাধন কে গ্রেফতার করতে সক্ষম হলেও তানভীর সহ ডাকাত দলের অপর সদস্যরা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ গ্রেফতারকৃতদের নিকট থেকে একটি চাপাতি ও সুইচ গিয়ার উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ফরহাদ জানান,নিয়মিত ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জামতলাস্থ রুপায়ন টাওয়ারের সামনে অভিযান চালিয়ে শুভ ও বাধন কে গ্রেফতার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে যে তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ হয়ে ডাকাতি করে আসছিলো।বৃহস্পতিবার রাতেও তারা ডাকাতি করার জন্য জামতলা রুপায়ন টাওয়ারের সামনে অবস্থান করে নিজেদের মধ্যে শলা- পরামর্শ করছিলো। কিন্তু ডাকাতি করার পূ্র্বেই পুলিশ তাদের কে গ্রেফতার করে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD