শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লা আলেক মিয়া (৬৫) ও মাহবুব সাদেকিন (৪৭) নামের দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
(২০ সেপ্টেম্বর) সোমবার সকালে ফতুল্লার আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একজন ও বিকেলে জামতলা দোপাপট্রি এলাকার একটি ফ্ল্যাট থেকে অপরজনের মরদেহ উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, আলেক মিয়া আট বছর ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলো। তিনি বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। তার মরদেহে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি।
অপরদিকে জামতলা দোপাপট্টি এলাকার নিজ বাসার তৃতীয় তলার একটি ফ্ল্যাটে মাহবুব সাদেকিন দরজা বন্ধ করে ঘুমিয়ে ছিলেন। পরিবারের দেওয়া সংবাদের ভিত্তিতে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।