মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমানের তার পাশে দাঁড়িয়েছেন ইউএনও।
(২০ সেপ্টেম্বর) সোমবার বিকেলে সেই মুক্তিযোদ্ধার বাড়ি সিদ্ধিরগঞ্জের গোদনাইলে ছুটে যান নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা।
স্বজন আর শুভাকাঙ্খীদের সহায়তায় এই মধ্যে চিকিৎসা শেষে ফিরেছেন বাড়িতে। কিন্তু শরীরের কিছু অঙ্গ প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছেন। আর্থিকভাবেও তিনি অস্বচ্ছল ।
তার জীবনের দুর্দশার চিত্র স্থানীয়রা তুলে ধরেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরার কাছে।
অসুস্থ সেই বীর মুক্তিযোদ্ধার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে দেন আর্থিক সহায়তা। এছাড়া চলাফেরার জন্য একটি হুইলচেয়ার দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান বলেন, ‘চিকিৎসার জন্য অর্থ সহযোগিতা করায় ও হুইলচেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় ইউএনওকে অসংখ্য ধন্যবাদ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফা জহুরা বলেন, ‘জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা। অসুস্থ এই বীর মুক্তিযোদ্ধার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। আমাদের এই সহযোগিতায় যদি তিনি একটু উপকৃত হন, তাহলেই আমরা সফল।’