শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার আলীগঞ্জে আনন্দ উৎসাহের সাথে পালন করা হয়েছে বাংলাদেশ আওয়া লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন।
দিবসটি উপলক্ষে (২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ এর নির্দেশে জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার নেতাকর্মী সহ বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতাকর্মীরা আনন্দ র্যালি করে।
আনন্দ র্যালিটি আলীগঞ্জ থেকে শুরু হয়ে ফতুল্লা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। আনন্দ র্যালিটির নেতৃত্ব দেন ফতুল্লা থানা লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পিয়াশ আহমেদ সোহেল।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, সহ-সভাপতি আবুল হোসেন, ফতুল্লা থানা লোড-আনলোড সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির, ইউনাইটেড ফেডারেশন গার্মেন্টস অব ওয়ার্কার্স নাঃগঞ্জ জেলা সভাপতি শাহাদাত হোসেন সেন্টু,
সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক লিটন, কোষাধক্ষ্য মোজাম্মেল, নারায়ণগঞ্জ সদর উপজেলায় রিস্কা চালক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আজিজুল হাওলাদার, বাংলাদেশের আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখা সহ সম্পাদক ফিরোজ মিয়া, জাকির প্রধান, শেখ মোঃ ইমন আলী সহ বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতা কর্মীরা।