সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাভেল ব্যাগে করে গাঁজা পাচারের সময় অপু আহমেদ রাফি (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
(২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে চিটাগাং রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১৪ কেজি গাঁজা এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতার রাফি কুমিল্লার দেবিদ্বার থানার হোসেনপুর এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে।
দুপুরে র্যাব-১১ এর লে. কমান্ডার মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতার যুবক দীর্ঘদিন ধরে প্রাইভেটকারচালক পরিচয়ে ট্রাভেল ব্যাগে করে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার পেশা মাদক ব্যবসা। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।