শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশের পুরোপুরি সুস্থতা কামনায় লোড আনলোড শ্রমিক ইউনিয়ন পাগলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(৩০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে পাগলা কাজী মার্কেট এর সামনে লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন পাগলা শাখা উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এই সময় শ্রমিক নেতা পলাশের পুরোপুরি সুস্থতা কামনা করে দোয়া দেশবাসীসহ নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রার্থনা করেন।
লোড আনলোড শ্রমিক ইউনিয়ন পাগলা শাখার সভাপতি মোঃ অহিদুর রহমান অহিদের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ ধানবাদ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, ফতুল্লা থানা লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পিয়াস আহম্মেদ সোহেল, আওয়ামী লীগ নেতা মোঃ রফিকুল ইসলাম রাহাত, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সম্পাদক মোঃ জজ মিয়া,
ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন রাজু, জাতীয় শ্রমিকলীগ দাপা শৈলকুড়া ইউনিট শাখার সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক টিক্কা, নারায়ণগঞ্জ সদর উপজেলা রিক্সা চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক, ফতুল্লা থানা দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ মোঃ শাকিল, ফতুল্লা থানা রিক্সা চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইকবাল হোসেন, শ্রমিক নেতা আবু সাঈদ সহ বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ।