শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১ অক্টোবর) শুক্রবার বিকেলে পাগলা বাজার সংলগ্ন এলাকায় নারায়ণগঞ্জ সদর উপজেলা ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন পাগলা শাখা উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে ফতুল্লা থানা লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পিয়াস আহমেদ সোহেল বলেন, শ্রমিকের অধিকার আদায়ের লড়াকু সৈনিক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ আজ অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য বিদেশে গেছেন। আমরা এই শ্রমিক নেতার সুস্থতা কামনায় আজ দোয়া মাহফিলে এসে উপস্থিত হয়েছি। আল্লাহ যেন শ্রমিকের অধিকার আদায়ের লড়াকু সৈনিক পলাশকে সুস্থ করে দেয়। এবং আমাদের মাঝে তিনি যেন তারাতাড়ি ফিরে আসে এই কামনা পরম করুণাময় রাব্বুল আলামিনের কাছে করছি। পাশাপাশি সকলের কাছে তার সুস্থতা কামনা করে সবাই দোয়া করবেন এই আহ্বান জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পিয়াস আহমেদ সোহেল, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলার শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখা সাংগঠনিক সম্পাদক মোঃ বশির। নারায়ণগঞ্জ সদর উপজেলা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম শরিফ। ফতুল্লা থানা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক দায়েন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন এর সভাপতি শুকুর মাহমুদ, কার্যকরী সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক বশির আহমেদ, যুগ্ন সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক লোকমান মিয়া, ক্যাশিয়ার নজরুল, দপ্তর সম্পাদক নুর ইসলাম ইসলাম প্রমুখ।