সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ নারানগঞ্জ:- নিউ লক্ষীনারায়ণ কটন মিলস্ লিমিটেডে অগ্নিসংযোগ, ভাঙচুর, শ্রমিকদের উপর হামলা ও মিথ্যা মামলার ঘটনা রাষ্ট্রের উচ্চ পর্যায়ে তদন্ত করে দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
(৩ অক্টোবর) রবিবার দুপুরে ফতুল্লার পঞ্চবটিস্থ নারায়ণগঞ্জ সদর উপজেলা রিকশা চালক শ্রমিক ইউনিয়ন এর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ফতুল্লা থানা লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গিয়াস আহমেদ সোহেল, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ সদর উপজেলার রিকশা চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল হাওলাদার, নিউ লক্ষীনারায়ণ কটন মিলস এর শেয়ার হোল্ডার ও সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ হোসেন, শেয়ারহোল্ডার মোঃ খোকন, শেয়ারহোল্ডার শাহিনুর বেগম।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় নিউ লক্ষীনারায়ণ কটন মিলস শ্রমিকদের তিনি শেয়ার হোল্ডার এর মাধ্যমে মালিক বানিয়ে দিয়েছেন। কিন্তু একটি কুচক্রী মহল নিউ লক্ষীনারায়ণ কটন মিলস শ্রমিকদের উচ্ছেদের পাঁয়তারা করছে। কিন্তু মিলের শেয়ারহোল্ডার কখনোই বিক্রি করা যাবে না। এটা হস্তান্তর করা যায়। নীট কনসার্ন এর মালিক শামসুদ্দিন গংরা কিভাবে শেয়ারহোল্ডার কিনল আমাদের জানা নেই।
তারপরেও সামসুদ্দিন প্রধান গংরা অন্যদের কাছ থেকে গোপনে শেয়ারহোল্ডার কিনে বাকিদের নিকট থেকেও কেনার চেষ্টা করে। কিন্তু অন্যান্য শ্রমিকরা শেয়ারহোল্ডার বিক্রি না করায় তাদের উপর হামলা, বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করা সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বর্তমানে আওয়ামী লীগ নেতাদের সাথে সখ্যতা গড়ে বিএনপি জামায়াতের লোকেরা শ্রমিকদের উপর মিথ্যা মামলা দিয়ে জুলুম অত্যাচার চালিয়ে যাচ্ছে।
জুলুম, অত্যাচার ,নির্যাতনের হাত থেকে বাঁচতে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশের দ্বারস্থ হলে তিনি শ্রমিকদের আশ্বস্ত করেন আমি চিকিৎসার পর আপনাদের বিষয়টি গুরুত্বসহকারে দেখব। এই বিষয়টি নিয়ে আমি যেখানে যা করা দরকার তাই করবো ।প্রয়োজন হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করব। প্রধানমন্ত্রী শ্রমিকদের যে কোন অধিকার আদায়ে সব সময় পাশে থাকেন। তিনি শ্রমিকদের জন্য নিবেদিতপ্রাণ।
বক্তারা আরো বলেন, আজ থেকে বহু বছর আগে লক্ষীনারায়ন কটন মিলের শ্রমিকরা বর্তমান সংসদ একেএম শামীম ওসমানের বাবা শামসুজ্জোহার বাড়ি মিল-কারখানা নিলামে উঠলে এই লক্ষীনারায়ন কটন মিলের শ্রমিকরাই তাদের বেতনের টাকা দিয়ে নিলামকৃত সম্পত্তি উদ্ধার করেছিল । আজ তারাই এই শ্রমিকদের পাশে নেই। তাই এই বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে নিউ লক্ষীনারায়ন কটন মিলসের নির্যাতিত শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।