মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশের রোগমুক্তি ও সুস্থতা কামনায় ফতুল্লা থানা লোড আনলোড শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৯ অক্টোবর বাদ এশা আলীগঞ্জ লেবার হলে সংগঠনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমাদ পলাশের মুখপাত্র ও ফতুল্লা থানা লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পিয়াস আহম্মেদ সোহেলের সার্বিক তত্বাবধানে দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া সাত্তার, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু, বাংলাদেশ ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাষ্টার, সহসভাপতি মোঃ হারুন মোল্লা, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ নুরুল ইসলাম, পাগলা শাখার সহসাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়েদুর রহমান ওবায়েদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক আকন, ফতুল্লা থানা হকার্স ইউনিয়নের সভাপতি নুর মোহাম্মদ, মেশিনারিজ ইট ভাঙা মালিক সমিতির সভাপতি এম এ রাকিব,
নারায়ণগঞ্জ সদর উপজেলা রিক্সা চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হাওলাদার, সহসভাপতি মোঃ আব্দুল জাব্বার লোড আনলোড শ্রমিক ইউনিয়ন পাগলা শাখার সভাপতি মোঃ অহিদুর রহমান, , নারায়ণগঞ্জ সদর উপজেলা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক বশির মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ কাইউম খান, কুতুবপুর ইউনিয়ন ইউনিট শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রিপন আকন, শ্রমিক নেতা কাজী ইকবাল হোসেন, আব্দুল মান্নান, আবুল কাশেম, মজিবুর রহমান, আবু সাঈদ, মোঃ আমির হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা নির্মল মন্ডল, জনি আহমেদ সহ বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।