মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন ও নৌযান শ্রমিকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ।
এক বার্তায় তিনি ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ নৌযানের কর্মরত সকল শ্রমিকদের এ অভিনন্দন জানান।
ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন ও নৌযান শ্রমিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশকে ধন্যবাদ জানিয়ে ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিস মাস্টার বলেন, শ্রমিক নেতা আলহাজ্ব কাওছার আহমেদ পলাশ চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন। শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি নৌযান শ্রমিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শ্রমিক নেতা পলাশ যেখানেই থাকুক না কেন তিনি সব সময় শ্রমিকদের খোঁজ-খবর রাখেন। আজ তিনি অসুস্থ তাই আমরা ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তার সুস্থতা কামনা করছি। পাশাপাশি তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে সেই দোয়ায় আল্লাহর কাছে করছি।
উল্লেখ্য, ১৯৬৯ সালের ১২ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন। শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণ এবং অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত এই শ্রমিক সংগঠনের প্রথম সভাপতি নির্বাচিত হন প্রখ্যাত শ্রমিক নেতা নুরুল হক।