শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে আনা হয়নি জাকির খানকে, আদালতের বাহিরে বিক্ষোভ মিছিল রূপগঞ্জে পিকনিকে ট্রলারে সন্ত্রাসী হামলা:দুইদিন পর শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধ সায়েন্স ল্যাব এলাকায় শিক্ষার্থী-ছাত্রলীগ ধাওয়া পাল্টা ধাওয়া কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা সোনারগাঁয়ে মেয়েকে ধর্ষণের ঘটনায় বাবার যাবজ্জীবন কারাদণ্ড সাদিক অ্যাগ্রোর মালিকসহ সাতজনের বিরুদ্ধে দুদকের মামলা একই রশিতে গলায় ফাঁসি দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা ছাগলকাণ্ডে মতিউর রহমানের সম্পত্তি ক্রোকের আদেশ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় যুবলীগ নেতা আহত ফতুল্লায় আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় আরো ৯ জন গ্রেপ্তার

নৌপুলিশ ও বাল্কহেড শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আত্মসাৎ করা বাল্কহেড উদ্ধার।

সংবাদ নারায়ণগঞ্জ:- বালুবাহী এম বি ত্রিরন্ত বাল্কহেড বাড়ায় চালানো কথা বলে অন্যের নিকট বিক্রির দীর্ঘ এক বছর পর উদ্ধার করা হয়েছে নৌ পুলিশ।

এ ঘটনায় গত ১ অক্টোবর ফতুল্লা মডেল থানায় ইমতিয়াজ আলী ভূঁইয়া মামলা দায়ের করলে বাল্কহেটি ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়ন ও নৌ পুলিশের সহায়তায় (১০ অক্টোবর) রবিবার নড়াইল জেলার মধুমতি নদী থেকে উদ্ধার করা হয়।

পরে বালুবাহী বাল্কহেটির মালিক ইমতিয়াজ আলী ভূঁইয়ার কাছে হস্তান্তর করা হয়।

ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর মাস্টার জানান, গত এক বছর পূর্বে এম বি ত্রিরন্ত বালুবাহী বাল্কহেডটি ভাড়ায় চালানোর কথা বলে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা মোঃ মান্দার আলী পালকিতে নিয়ে যায়। ভাড়া নেওয়ার পর থেকে কোন ভাড়া পরিশোধ করেনি। ভাড়া চাইলেই বিভিন্ন তালবাহানা শুরু করে। এক পর্যায়ে বাল্কহেড মালিক বুঝতে পারে তার সাথে ভাড়া নিয়ে তালবাহানা শুরু করেছে। তাই বাল্কহেডটি ফেরত চাইলে অভিযুক্ত মান্দার আলী কিছুদিন সময় নেয়। কিছু দিন পার হলেও বালুবাহী বাল্কহেডটি ফেরত দেয়নি।

বাল্কহেড মালিক ইমতিয়াজ আলী ভূঁইয়া আমাদের সাথে যোগাযোগ করলে অভিযুক্ত মান্দার আলীর সাথে যোগাযোগ করলে তিনি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন।

কিন্তু এরপরেও বালুবাহী বাল্কহেড ফিরিয়ে না দেওয়ায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাল্কহেড মালিক। পরে অভিযোগটি নৌ পুলিশের হাতে হস্তান্তর করা হলে পাগলা নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ ও ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের নেতা কর্মীরা নড়াইল জেলার মধুমতি নদী থেকে এম বি ত্রিরন্ত নামক বালুবাহী বাল্কহেডটি উদ্ধার করে ফতুল্লা নিয়ে আসে।

এ সময় উপস্থিত ছিলেন, পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির এস আই জমশের, জাতীয় শ্রমিক লীগ ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, ইউনাইটেড ফেডারেশন অফ গার্মেন্ট workers’ এর সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন, ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি হারুন মোল্লা, সহ সংগঠনের নেতাকর্মীরা।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD