রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- জাতীয় শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অশ্লীল গান বাজিয়ে শোডাউন দিলেন ফতুল্লা থানা আওয়ামী মোটর শ্রমিক লীগ।
(১২ অক্টোবর) মঙ্গলবার বিকেলে পাগলা বাজার এলাকায় অশ্লীল গান বাজিয়ে শোডাউন দিলেন ফতুল্লা থানা আওয়ামী মটর শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান।
এদিকে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে অশ্লীল গান বাজিয়ে শোডাউন দেওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত জাতীয় শ্রমিকলীগের আজ ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী এ প্রতিষ্ঠাবার্ষিকীতে অশ্লীল গান বাজিয়ে বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত শ্রমিক লীগের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এমন ভুঁইফোড় সংগঠন দলের জন্য ক্ষতিকর ছাড়া আর কিছুই নয়।
শোডাউনে অশ্লীল গান বাজানোর বিষয়ে জানতে ফতুল্লা থানা আওয়ামী মোটর শ্রমিক লীগ এর সভাপতি মাহবুবুর রহমান কাছে ফোন দিলে বলেন, আমি মিছিলের সামনে ছিলাম মিছিলে কি গান বাজিয়ে আমি শুনিনি যদি অশ্লীন গান বাজিয়ে থাকে তাহলে হয়তো ভুলক্রমে বাজিয়েছে।