মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে কিশোর গ্যাং দুর্জয় গ্রুপ।
শাজাহান রোলিং মিলস, দাপা ইদ্রাকপুরস্থ রেললাইন, খাঁ বাড়ী, চন্দ্রাবাড়ী এলাকায় দুর্জয়, সজল একের পর এক ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসনকে তোয়াক্কা না করে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম। আর তাদের নেতৃত্ব দিচ্ছে দাপা ইদ্রাকপুর এলাকার মাদক ব্যবসায়ী আলামিন।
কিশোর গ্যাং লিডার দুর্জয় দাপা ইদ্রাকপুরস্থ খাঁ বাড়ীর হাদী সুমনের ছেলে।
গত (২৪ জুন) রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় কিশোর গ্যাং দূর্জয় বাহিনীর সদস্যরা নয়ন (৩০) নামক এক ডাইং কারখানার শ্রমিককে কুপিয়ে রক্তাক্ত জখম করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে।
এ ঘটনায় আহত নয়নের চাচাতো ভাই বাদী হয়ে কিশোর গ্যাং লিডার ফতুল্লার দাপা ইদ্রাকপুরস্থ খাঁ বাড়ীর হাদী সুমনের পুত্র দূর্জয় (১৯), দাপা খোঁজ পাড়ার সানী (২০), একই এলাকার সজল (১৮), মেহেদী (১৮) ও কামরুলের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫/৭ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় কামরুল জেলহাজতে থাকলেও বাকিরা আবারো শুরু করেছে এলাকায় ত্রাস। করছে মাদক ব্যবসা, দেহ ব্যবসা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড।
স্থানীয়রা জানায়, সরকারদলীয় স্থানীয় বড় ভাইদের আশ্রয়ে কিশোর গ্যাং দূর্জয় বাহিনীর সদস্যরা অতিমাত্রায় বেপোরোয়া হয়ে উঠেছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরেছে দাপা শারজাহান রোলিং মিলস্থ খাঁ বাড়ী, চন্দ্রাবাড়ী, কবরস্থান সড়কের সকল শ্রেনীর পেশার মানুষ। ইভটিজিং, মাদক কেনাবেচা, ছিনতাইসহ নানা অপরাধমুলক কর্মকান্ডের জন্ম দিয়ে স্থানীয়বাসীর জীবন যাত্রাকে করে তুলেছে অসহনীয় যন্ত্রণাময়।
তাই এলাকাবাসী এই কিশোর গ্যাং গ্রুপের বিরুদ্ধে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।