মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা নিশ্চিন্তপুর এলাকায় ৫০ হাজার টাকা দাবি করে না পেয়ে ছেলেকে মারধর অভিযোগ পাওয়া গেছে আলী আশরাফের বিরুদ্ধে।
গত (২৪ সেপ্টেম্বর) পাগলা নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় রাবেয়া আক্তার বাদী হয়ে নিশ্চিন্তপুর এলাকার আলী আশরাফ, সজল, সিয়াম ও রিস্কা মজিবর নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন।
থানার অভিযোগ থেকে জানা যায়, আলী আশরাফ বিগত ৭/৭ দিন ধরে রাবেয়া আক্তার এর কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করছে। রাবেয়া আক্তার টাকা দিতে অস্বীকৃতি প্রকাশ করলেই গত ২৪ সেপ্টেম্বর বেলা ১১ টার সময় আমার ছেলে ইমনকে ডেকে নিয়ে আসে। এক পর্যায়ে আমার ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে মারধর শুরু করে এবং বিভিন্ন ধরনের হুমকি-ধামকি প্রদান করে।
আমার ছেলের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে ইমনকে উদ্ধার করে। আলী আশরাফের চাহিদা মতো টাকা না দেওয়ায় আমার ছেলেকে মারধর করেছে। পরে আমি এ বিষয়ে থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান ২ বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানায়, গত ১ বছর পূর্বে ছাগল চুরির অপবাদ দিয়ে রিয়াদ নামের এক যুবককে প্রকাশ্যে পিটিয়েছেন এই আলী আশরাফ। এই ঘটনায় তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা হয়েছে। নিশ্চিন্তপুর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক হওয়ার পর থেকেই তিনি ক্ষমতার অপব্যবহার সাধারণ মানুষকে জিম্মি করছে।