শনিবার, ০৩ জুন ২০২৩, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ, বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার
(১৬ অক্টোবর) বিকেলে ফতুল্লা থানার কাশিপুরের উত্তর নরসিংপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইলেকট্রিক মিস্ত্রির নাম সানাউল্লাহ (৪০)। তিনি ফতুল্লা থানার কাশিপুরের উত্তর নরসিংপুর এলাকার হাজী মৃত আদম আলীর ছেলে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পুলিশ জানান, শনিবার বিকেলে নিজ বাড়ীর সামনে একটি বিদ্যুতের খুঁটিতে কাজ করছিলো নিহত সানাউল্লাহ। কাজ করার সময় বিদ্যুৎস্পৃস্ট হয়ে তারের খুটির উপর থেকে নিচে পরে যায় সানাউল্লাহ।
পরিবারের সদস্যরা তাকে দ্রুত নারায়নগঞ্জ জেনারেল(ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।