বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকার মূর্তিমান আতঙ্ক রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার কিলার বাবু লালপুর পৌষার পুকুরপাড়ের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। (১৭ অক্টোবর) রোববার রাতে গ্রেফতার করা হয়। তিনি ফতুল্লা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও কিলার।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানান, শাহ আলম নামক এক ব্যক্তির চাঁদাবাজির মামলায় রোববার রাত সাড়ে ১১ টার দিকে তাকে পঞ্চবটি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জানা যায়, কিলার বাবু একটি বাহিনী গড়ে তুলে লালপুর, পৌষাপুকুরপাড় এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাইসহ নানা অপরাধের জন্ম দিয়ে স্থানীয় এলাকাবাসীর জীবন-যাত্রাকে করে তুলেছিলো অসহনীয়। শীর্ষস্থানীয় এই চাঁদাবাজ এক নারীকে হত্যার পর কিলার বাবু নামে পরিচিতি পায়।
এরপর কিলার বাবু ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি বন বিভাগ থেকে লোহার মার্কেট পর্যন্ত প্রতিনিয়ত ছিনতাইয়ের জন্য গড়ে তুলেছিলো বিশাল এক বাহিনী, যা সে সময় নাউড়া বা ন্যাড়া বাহিনী নামে পরিচিতি লাভ করে। ভাগ- বাটোয়ারাকে কেন্দ্র করে এ বাহিনীর সদস্যদের হাতে খুন হয় রুবেল। এরপর এই বাহিনী আর বেশি দিন টিকেনি। পরবর্তীতে কিলার বাবু লালপুর, পৌষাপুকুর পাড় এলাকায় অবস্থান নিয়ে গড়ে তুলে নিজস্ব বাহিনী।
২০১৫ সালের ১ জুন ফতুল্লার ডিআইটি মাঠে প্রকাশ্যে দিবালোকে ফরহাদ নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করার চেষ্টা করে কিলার বাবুসহ অপর সন্ত্রাসীরা। এ সময় স্থানীয় মহলে আতঙ্ক ছড়াতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আলোচনা আসে কিলার বাবু।