শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:+ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে আবদুল্লাহ আল মামুন ওরফে নওশাদ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
(১৭ অক্টোবর) রোববার সন্ধ্যায় সানারপাড় রানা সিএনজি পাম্পের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত দুবাই প্রবাসী আবদুল্লাহ আল মামুনের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, মাত্র দু’দিন আগে তিনি দুবাই থেকে দেশে ফিরেছেন। মহাসড়কের পাশে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, লাশের পকেটে পাওয়া মোবাইল ফোন দিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা বলে পরিচয় জানা গেছে। লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তার মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। অথবা কোনও যানবাহনের সঙ্গে আঘাত পেয়ে এ ঘটনা ঘটতে পারে।