মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কুত্তা লীগের ঠাঁই বাংলার মাটিতে হবে না, পান্না মোল্লা ভারতে পালানোর সময় ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা রুস্তম গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ফতুল্লায় ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর গুলি ও হামলার ঘটনার মামলায় আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের সভাপতি গ্রেফতার ফতুল্লা লামাপাড়ার মূর্তিমান আতঙ্ক মিঠুন দেশের এ সংকটকালে সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন রাষ্ট্রপতি ফতুল্লার পিলকুনীতে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে শ্রমিক নেতা পলাশের বাড়িতে ডাকাতি শ্রমিক দলের সমাবেশের জন্য ফতুল্লার বিভিন্ন মাঠ পরিদর্শনে কেন্দ্রীয় নেতারা

ফতুল্লার ভূইঘরে মেম্বার প্রার্থীর ভাইয়ের বাড়িতে যুবককে পিটিয়ে আহত

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ভূইঘরে এক যুবককে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসী আনোয়ার গাজীগং।

হামলায় আহত কাজী সজল ভুইঘর কাজীপাড়া এলাকার কাজী মোশারফ এর ছেলে।

গত (২২ অক্টোবর) শুক্রবার সন্ধ্যায় ভুইঘর কাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় কাজী সজলের মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় আনোয়ার গাজী, সোহেল, জাহাঙ্গীর, নাদিম মাহমুদ, সহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত (২২ অক্টোবর) দুপুর ২টার সময় আমার ছেলে কাজী সজলকে ভুইঘর কাজীপাড়া মসজিদ সংলগ্ন রাস্তায় একা পেয়ে অজ্ঞাত নামা লোকজন ভয়-ভীতি ও হুমকি-ধামকি প্রদান করে। এরই ধারাবাহিকতায় অদ্য বিকেল পাঁচটার সময় পুনরায় আবার ভুইগর কড়ই তলাস্থ জমিতে বালু ফেলে পাশে থাকা ডেন বন্ধ করে ফেলে। ডেন বন্ধ করায় আমার ছেলে তাদেরকে বাধা দিলে অদ্য রাত ৮টার সময় আমার ছেলে কাজী সজলকে ভুইগর কড়ই তলাস্থ মাহমুদের বাড়িতে নিয়ে যায়। এক পর্যায়ে তারা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে মারধোর করতে শুরু করে। পরে আমার ছেলের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আমার ছেলে ঢাকা মেডিকেল হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

এদিকে এলাকাবাসী জানায়, আসন্ন কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৩ নং ওয়ার্ড মেম্বার পদে নির্বাচনকে কেন্দ্র করেই মেম্বার পদপ্রার্থী মাসুদের ভাই মাহমুদ এ ঘটনা ঘটিয়েছে।

এলাকাবাসী আরো জানায়, গত ২০১৪ সালে জামাত-শিবিরের নাশকতার মামলায় মাসুদ ও মাহমুদ দুই ভাই গ্রেপ্তার হয়েছিল।

এ বিষয়ে জানতে ফতুল্লা মডেল থানার ওসি তদন্ত তরিকুল ইসলাম জানান, এ মামলায় একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD