রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- সোনারগাঁওয়ে আখের রস খেয়ে শিশুসহ একই পরিবারের ৫ জন অসুস্থ হয়ে পড়েছে।
(২৬ অক্টোবর) মঙ্গলবার বিকেল ৫টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
অসুস্থরা হলেন- স্বপন চন্দ্র শীল, তার দুই ছেলে অয়নও অরিদ্র, ভাতিজি সঞ্জিতা রানী শীল ও ভায়রার ছেলে পার্থ দাস।
স্বপনের স্ত্রী রেখা রানী শীল জানান, তারা সোনারগাঁওয়ের পঞ্চমি ঘাট এলাকায় থাকেন। সোমবার স্বপন পরিবারসহ ভাতিজিকে নিয়ে বন্দর উপজেলার লক্ষ্মণখোলা এলাকায় শ্বশুরবাড়িতে যান। ওইদিন সন্ধ্যায় শ্বশুরবাড়ি এলাকার সোমবারিয়া বাজার থেকে আখের রস কিনে আনেন। রাতে সেই রস ফ্রিজে রেখে দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে পরিবারের কয়েকজন সেই রস খান। এরপরই পাঁচজন অসুস্থ হয়ে পড়েন।
তিনি আরো জানান, রস খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাদের মাথা ঘুরানো, বমিসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। তখন স্বজনরা তাদের নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল খান জানান, স্বপনকে পাকস্থলী ওয়াশ করার পর মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগে পাঠানো হয়েছে। বাকি চারজনকে ঢাকা মেডিকেলে ভর্তি রাখা হয়েছে।