শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এদিন কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৫নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচনে ফুটবল মার্কা প্রতীক পেয়েছে নজরুল ইসলাম টিপু।
বুধবার(২৭ অক্টোবর)সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কার্যালয় থেকে এ প্রতীক দেওয়া হয় তাকে।
প্রতীক পেয়ে নজরুল ইসলাম টিপু বলেন,আমি গত নির্বাচনে কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৫ নং ওয়ার্ড নির্বাচন করেছিলাম। আমি নতুন মুখ হওয়ায় সেই নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলাম। তারপরও ৫ নং ওয়ার্ডবাসী আমাকে অনেক ভোট দিয়েছেন। এবার আমি এলাকাবাসীর দোয়ায় নির্বাচিত হয়ে আপনাদের পাশে থাকতে চাই। এবং এই ওয়ার্ডের উন্নয়ন করতে চাই চাই। তাই আমি আমার ওয়ার্ডের সকলের দোয়া ও ভোট কামনা করছি।
উল্লেখ্য যে,আগামী ১১ নভেম্বর ২য় ধাপে অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ জেলার ৩ উপজেলার ১৬ ইউপি সহ সারাদেশে ৮৪৮ ইউনিয়ন পরিষদের নির্বাচন। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয় শুরু হয়েছে ৩ অক্টোবর থেকে এবং জমা দেয়ার শেষ সময় ১৭ অক্টোবর,বাছাই হয়েছে ২১ অক্টোবর ,প্রত্যাহারের শেষ সময় ২৬ অক্টোবর,প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর। ভোট হবে ১১ নভেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।