শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এদিন কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৪নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচনে পুনরায় আপেল মার্কা প্রতীক পেয়েছে জাহাঙ্গীর আলম ।
বুধবার(২৭ অক্টোবর)সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কার্যালয় থেকে এ প্রতীক দেওয়া হয় তাকে।
প্রতীক পেয়ে জাহাঙ্গীর আলম বলেন বলেন, আমি একবার নির্বাচিত হয় আপনাদের উন্নয়নের জন্য কাজ করেছেন। এবারও আমি ৪ নং ওয়ার্ডবাসীর দোয়ায় পুনরায় আবার নির্বাচন করছি। এবারও আমার মার্কা আপেল। তাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এবারের নির্বাচনে আমাকে বিজয় করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন আমি সেই কামনাই করছি।
তাই আমি আমার ওয়ার্ডের সকলের দোয়া ও ১১ নভেম্বর আপেল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য যে,আগামী ১১ নভেম্বর ২য় ধাপে অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ জেলার ৩ উপজেলার ১৬ ইউপি সহ সারাদেশে ৮৪৮ ইউনিয়ন পরিষদের নির্বাচন। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয় শুরু হয়েছে ৩ অক্টোবর থেকে এবং জমা দেয়ার শেষ সময় ১৭ অক্টোবর,বাছাই হয়েছে ২১ অক্টোবর ,প্রত্যাহারের শেষ সময় ২৬ অক্টোবর,প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর। ভোট হবে ১১ নভেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।